PUBG MOBILE Bangladesh Official

pubg-mobile

Description / Rules

PUBG MOBILE বাংলাদেশ এর অফিশিয়াল ডিসকোর্ড সার্ভারে স্বাগতম!
এই সার্ভারটির উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশি প্লেয়ারদের একে অন্যের সাথে কথোপকথনের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা, তাদের নিয়ে গেমের টিম গঠন করা, গেম সম্পর্কিত যেকোনো রিপোর্ট জানানো এবং গেমের ভুল-ত্রুটি রিপোর্ট করা, গেমের ব্যাপারে সহায়তা প্রদান করা, বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া, গেমের খবরাখবর সঠিক সময়ে জানানো এবং আরো অনেক কিছু। তাই আসুন আমরা এমন একটি কমিউনিটি তৈরি করার জন্য যথাসাধ্য চেষ্টা করি যা অন্যদের জন্য স্বাগত, গঠনমূলক এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়।
­­
একটি পরিছন্ন এবং পেশাদার পরিবেশ বজায় রাখার জন্য এবং কমিউনিটির গুণগত মান ধরে রাখতে এই সার্ভার এর বিধি-নিষেধ গুলোকে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। সকল মেম্বারদের এই সার্ভারের বিধি-নিষেধ গুলো মেনে চলার পাশাপাশি ডিসকোর্ড এর টার্মস অফ সার্ভিস এবং ডিসকোর্ড এর কমিউনিটি গাইডলাইন্স মেনে চলতে হবে। আমরা যেকোন সময় কোনো নোটিশ ছাড়াই এটি আপডেট করতে পারি, বিধিনিষেধ পরিবর্তন করতে পারি; যা সার্ভার এর মানউন্নয়নে বিশদ ভূমিকা পালন করে।
­­
সার্ভারের বিধিনিষেধ অমান্য করলে,
অফিশিয়াল ওয়ার্নিং অথবা অস্থায়ী বা স্থায়ী ভাবে সার্ভার থেকে মিউট; এমনকি পরিস্থিতির সাপেক্ষে স্থায়ী বহিষ্কারও করা হবে। বিধিনিষেধের বাইরের যেকোনো মেসেজ সার্ভার হতে ডিলেট করে দেওয়া হবে। আমরা আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে বিধিনিষেধগুলো ব্যাখ্যার, শাস্তির ধরণ, প্রয়োগ এবং সময়কাল সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার সংরক্ষণ করি এবং এই সিদ্ধান্ত বা কর্মকাণ্ড সম্পর্কে করো নিকট ব্যাখ্যা করতে বাধ্য নই।

Previous articlePUBG MOBILE Pakistan
Next articlePUBG MOBILE Indonesia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here